ভালোবাসার কবিতা | প্রেমের কবিতা
তুমি যখন যেভাবেই ফিরে আসো,
তোমাকে ফিরিয়ে দেওয়ার সাধ্য আমার নেই।
তুমি আমার রক্তে মিশে গেছো।
আর রক্ত কিভাবে ধুয়ে ফেলতে হয় আমি জানি না।
__-সমরেশ মজুমদার
——————————————————-
হয়তো তোমার পাবো দেখা-
যেখানে ওই নত আকাশ চুমছে বনের সবুজ রেখা।
ওই সুদুরের গাঁয়ের মাঠে, আলের পথে,
বিজন ঘাটে হয়তো এসে মুচকি হেঁসে ধরবে আমার হাতটি একা।
ওই নীলের ওই গহন পারে,
ঘোমটা হারা তোমার চাওয়া আনলে খবর গোপন দ্যুতি দিকপারের
ওই দখিন হাওয়া বনের ফাঁকে দুষ্টু
তুমি আসতে যাবে নয়ন চুমি সেই
সে কথা লিখছে হোথা দিগন্তের ওই অরুন লেখা।
——————————————————-
আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি।
আবার বছর কুড়ি পরে হয়তাে ধানের ছড়ার পাশে
কার্তিকের মাসে তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে
——————————————————-
—তখন হলুদ নদী নরম নরম হয়
শর কাশ হােগলায়—মাঠের ভিতরে।
অথবা নাইকো ধান ক্ষেতে আর;
ব্যস্ততা নাইকো আর,
হাঁসের নীড়ের থেকে খড় পাখির নীড়ের থেকে খড়
ছড়াতেছে; মনিয়ার ঘরে রাত,
শীত আর শিশিরের জল!
জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার—
তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তােমারে আবার!
——————————————————-
মুক্তো কী জানে, কী বেদনা পুষে রাখে ঝিনুক বুকে?
কতটুকু মেঘ ভার বৃষ্টি অসুখে!
——————————————————-
তুমি জানো কী, কতটুকু হয়ে গেলে আমি শূণ্য
তুমিও তোমার মতো হলে পূর্ণ।
কিছুটা মেঘের মতো ছাড়া যদি নামে
কিছুটা বিষাদ আসে বিকেলের খামে
সকালের মিহি রোদে, রাত হয়ে যায়
জেনে নিও, খুঁজে আর পাবে না আমায়।
বিকেল ঘুমিয়ে গেলে না ঘুমানো চোখ
জেগে থাক জানালায়, সন্ধা আসুক
বসুক খানিক পাশে লুকিয়ে অসুখ
রাত্রির কিছু তারা ব্যথায় খসুক।
রাত্রি ঘুমিয়ে গেলে না ঘুমানো ক্ষত
জেগে থাকা আকাশের তারার মত।
ভালোবাসার কবিতা | প্রেমের কবিতা
ভালোবাসার ছন্দ । ভালোবাসার রোমান্টিক ছন্দ
কিছু নোনাজল জমা জানালা জানুক
অসুক লুকিয়ে রাখে মানুষের বুক।
শুনছো মেয়ে?
এই যে ধূসর মেঘের খামে, বর্ষা নামে
জমছে কত ফুলের রেণু চুলের ভাঁজে।
দখিন হাওয়া হঠাৎ এসে, আঁচল ভাসায় সুবাস মেখে
জলের কণা আলতো করে গাল ছুঁয়ে যায়।
ছুতে পারো, তুমিও খানিক?
——————————————————-
শুনছো মেয়ে?
একটা চিঠি ঘুরে বেড়ায় এই শহরে, ঠিকানা নেই
সেই চিঠিটার বুকের ভেতর জমছে বথা সঙ্গোপনে
বাতাস ভারী দীর্ঘশ্বাসে, কি যায় আসে!
শুনছো মেয়ে?
এই শহরে একটা বুকে
তোমার নামে সকাল, দুপুর, সন্ধ্যা নামে!
——————————————————-
চিঠির ভাঁজে জমেছিল মন
মনের ভাঁজে তোমার নিমন্ত্রণ
অথচ সে ঘুরল শহর জুড়ে
ঠিকানাহীন দীর্ঘ নির্বাসন।
——————————————————-
লুকিয়ে রাখা চিঠি
চিঠির ভাজে আস্ত মানুষ থাকে
এই শহরের ফুলগুলোও জানে
মানুষ তার মনের জন্য সুবাস জমা রাখে।
——————————————————-
আধুনিক প্রেমের কবিতা:💗
তত টুকু দিও,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
যার পরে, আর কিছু চাইবার বাকি না থাকে।।
তত টুকু নিও,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
যার পার, আর কিছু চাইবার ফাঁকি না থাকে।।
——————————————————-
বৃষ্টি ভেজা আমার আকাশ………মনটা তাই উদাস উদাস।
মেঘের সাথে মিষ্টি কথন,,,,,,, দুই নয়নে অঝর শ্রাবন।
আমি আছি যেমন তেমন————-বল তুমি আছ কেমন?
মিস ইউ জানু।
——————————————————-
ফুল দিও,,,,,,,,,,, পাতা দিও
কালি দিও না…………….
আস্থে আস্তে কিস দিও,,, কামড় দিও না।
তুমি ফুল,,,,,,,,,,,,, আমি কলি,,,,,,,,,,
নাম্বার দাও,,,,,,,,,,,,, কথা বলি,,,,,,,,,
তুমি চাঁদ,,,,,,,,,,,,,, আমি আলো,,,,,,,
তোমাকে আমার লাগে ভালো।
তুমি মেঘ,,,,,,,,, আমি বৃষ্টি,,,,,,,,,,,,,,,,
তোমার জন্য আমার সৃষ্টি।
——————————————————-
ফাগুন মাসে কোকিল ডাকে,,,,,
ডোমুর বসে ফুলে!!!!!
সখী তোমার প্রেম চাই আমার যৌবৈন কালে।